ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায়

টিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায়

 গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সহনাটি ইউনিয়নে গিধাউষা গ্রামের পালাগান শিল্পী ও মেধাবী শিক্ষার্থী মোছাঃ শাম্মী আক্তার বাঁচতে চায়। সে জটিল রোগে আক্রান্ত। বাবা পালাকার শামীম বয়াতি, মেয়ে মোছাঃ শাম্মী আক্তার বর্তমান বয়স ১৮।

সে একরাশ স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল স্কুলে, লেখাপড়া করে বড় হবে। কিন্তু এ সময়ে তাঁর দেহে বাসা বেঁধেছে জটিল রোগ। প্রাথমিক শিক্ষার গন্ডি পেরিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সপ্তম শ্রেণী পর্যন্ত স্কুলে যাতায়াত ছিল। সারা দেহে প্রচন্ড খিচুনি উঠে, ১২ বৎসর বয়সে রোগটি ধরা পড়ে। আর স্কুলে যাওয়া হয়নি। অসহায় বাবা পালাকার শামীম বয়াতী একমাত্র মেয়েকে বাঁচাতে জমিজমা বাড়ী বিক্রি করে মেয়ের চিকিৎসার জন্য উজার করে দিয়েছেন। ইতমধ্যে প্রায় ৫০ লাখ টাকা ব্যায় করেছেন। করোনাকালিন সময়ে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল ও এভারগীন হাসপাতালে চিকিৎসারত ছিল। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে ভর্তি। দৈনিক দুই তিন হাজার টাকার ওষুধ লাগে।

শামীম বয়াতী জানান, বিগত ছয় বছর যাবৎ মেয়ের অসুস্থ তার জন্য পালা গাইতে পারেন না, পালা গাইতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডাক আসতো। পালা, কিচ্ছা থেকে যা আয় হতো তা দিয়ে পরিবার নিয়ে সুখে দিনাতিপাত করতেন। পালা গান গাইতে এখন আর যেতে পারেন না তিনি। আদুরে মেয়েকে বাচঁনোর জন্য মরিয়া হয়ে উঠেছেন। শাম্মীকে বাঁচাতে লাগবে উন্নত চিকিৎসা দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন। সে জন্য অনেক টাকার প্রয়োজন। তাই তিনি শেষ চেষ্টা হিসেবে মানবিক সাহায্যের হাত বাড়িয়েছেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষের জীবন বাঁচাতে মানুষই পাশে দাঁড়ায়, সহায়তার হাত বাড়ায়। সমাজের বিত্তবানরা সাধ্যমতো সাহায্যের হাত বাড়ালে বেঁচে যেতে পারে শাম্মী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular