ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাকারিগরি শিক্ষাকে মূলধারায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন: শিক্ষা উপদেষ্টা

কারিগরি শিক্ষাকে মূলধারায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : কারিগরি শিক্ষা সম্পর্কে সমাজে বিদ্যমান নেতিবাচক ধারণা দূর করে কারিগরি শিক্ষাকে মূলধারার শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

সোমবার (২৮ এপ্রিল) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউশনে আয়োজিত “কারিগরি শিক্ষার মানোন্নয়ন” শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

কারিগরি শিক্ষার্থীদের প্রসঙ্গে ড. আবরার বলেন, “কারিগরি শিক্ষার্থীরা হলো নতুন বাংলাদেশ গড়ার কারিগর। সুষ্ঠু পরিকল্পনা করে তাদের সম্পৃক্ত করতে পারলে দেশের ব্যাপক উন্নয়ন সম্ভব।”

নারীদের কারিগরি শিক্ষায় সম্পৃক্ততার প্রসঙ্গে তিনি বলেন, “কারিগরি শিক্ষায় নারীর অংশগ্রহণের মাত্রা বৃদ্ধি করতে হবে এবং মেধাবী শিক্ষার্থীদের এই শিক্ষায় আকৃষ্ট করার মতো পরিবেশ দ্রুত তৈরি করা হবে।”

বিগত সরকারের সময় শিক্ষার গুণগত মানের সমস্যা তুলে ধরে তিনি বলেন, “কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।”

সমাজে সমতা প্রতিষ্ঠায় শিক্ষার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা আরও বলেন, “সমাজে সমতা আনার নিয়ামক হলো শিক্ষা। আর শিক্ষকতা হলো মহান ব্রত। তাই ছাত্রদের সাথে শিক্ষকদের সুসম্পর্ক বজায় রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।”

সাধারণ শিক্ষা ব্যবস্থায় কারিগরি নির্ভর পদ্ধতি যুক্ত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “সবচেয়ে বড় কাজ হলো সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা।”

এছাড়া, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে তিনি বলেন, “অল্প সময়ের জন্য দায়িত্বে থেকেও সরকার সব ক্ষেত্রে দূরদর্শিতা প্রদর্শন করছে। অধিকারবঞ্চিত জনগণকে অধিকার ফিরিয়ে দিয়েছে জুলাই আন্দোলন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular