ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedআহত ও পুঙ্গুত্ব  বরণকারী সকল শ্রমিকের দায়িত্ব  রাষ্ট্রকে বহন করতে হবে :...

আহত ও পুঙ্গুত্ব  বরণকারী সকল শ্রমিকের দায়িত্ব  রাষ্ট্রকে বহন করতে হবে : ড. রেজাউল করিম

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, নির্যাতন কিন্তু বন্ধ হয়নাই। এজন্য যাঁরা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন মহান রাব্বুল আলামিনের দরবারে তাদের শাহাদাতের মর্যাদা কামনা করি। যে শ্রমিকরা এখনো আহত ও পঙ্গুত্ব বরণ করে ঢাকার গোটা বাংলাদেশের বিভিন্ন হসপিটালে পঙ্গুত্ব বরণ করে শুয়ে আছেন অবিলম্বে তাদেরকে রাষ্ট্রকে দায়িত্ব গ্রহণ করতে হবে।

২০২৫ সালের ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করে। এই কর্মসূচি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও শ্রমিক-মালিক ঐক্য গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

আজ বৃস্পতিবার সকাল ১০টায় লক্ষ্মীপুর জেলা শহরের প্রধান সড়কগুলোতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন স্লোগান ও ব্যানার নিয়ে র‍্যালিতে অংশ নেন, যা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান

বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও শ্রমিক-মালিক ঐক্য গঠনের গুরুত্ব তুলে ধরেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular