ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ের ঘাগড়ায় গভীর রাতে মসজিদে চুরি, চোরের হাত থেকে রক্ষা পেল না...

গফরগাঁওয়ের ঘাগড়ায় গভীর রাতে মসজিদে চুরি, চোরের হাত থেকে রক্ষা পেল না দানবাক্স

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পশ্চিম ঘাগড়া কোনাপাড়ায় অবস্থিত ১০৮ বছরের পুরনো এক ঐতিহাসিক মসজিদে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা চোরেরা বরকত সরকার বাড়ির এই মসজিদে হানা দিয়ে একে একে তিনটি তালা ভেঙে দানবাক্সের সমস্ত টাকা নিয়ে যায়।

মসজিদটি স্থানীয়ভাবে ধর্মীয় ও ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। দীর্ঘ শত বছর ধরে এলাকাবাসীর ধর্মীয় কেন্দ্রবিন্দু হিসেবে এই মসজিদটি অবস্থান করছে। এমন একটি স্থানে চুরির ঘটনা এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।সকালে নামাজে এসে মুসল্লিরা ভাঙা তালা ও খালি দানবাক্স দেখে হতভম্ব হয়ে পড়েন।দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।স্থানীয় বাসিন্দা মুস্তাইন বিল্লাহ বলেন,’১০৮ বছরের পুরনো এই মসজিদে এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি। এটা শুধু চুরি নয়, আমাদের বিশ্বাস ও অনুভূতির ওপর আঘাত।’

মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গফরগাঁও থানায় জানানো হয়েছে এবং সাধারণ ডায়েরি করা হবে।মসজিদের মতো পবিত্র স্থানে এমন ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে।

মুসল্লিরা মসজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন ও পাহারার ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular