নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ মে) বাদ জোহর আজিমপুর কবরস্থানে অনুষ্ঠানে অংশ নেন তার পরিবারের সদস্যরা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
এই সময় উপস্থিত ছিলেন পিন্টুর সহধর্মিনী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিসেস নাসিমা আক্তার কল্পনা, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিন, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ এনাম এনায়েতুল্লাহ খোকন, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম সুইট, ২৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন শ্যামল, চকবাজার থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হুমায়ুন কোবির, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন এবং লালবাগ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম রানা ও কামরুজ্জামান সুজন।
পরে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।