ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে বিএনপির আহবায়ক নাজমুল হকের কবর জিয়ারত ও স্মৃতিচারণ করলেন জেলা বিএনপির...

গফরগাঁওয়ে বিএনপির আহবায়ক নাজমুল হকের কবর জিয়ারত ও স্মৃতিচারণ করলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক

গফরগাঁও (ময়মনসিং হ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের কবর জিয়ারত করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম।

শনিবার (১০ মে) বিকেলে যশরা ইউনিয়নের ভারইল গ্রামে প্রয়াত বিএনপির আহবায়ক নাজমুল হকের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে ফাতেহা পাঠ ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

উপস্থিত ছিলেন মরহুমের দুই সন্তান শ্রীবর্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নাদিমুল হক।

দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠান কেন্দ্র করে ভারইল গ্রামে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন,জেলা উলামা দলের সভাপতি এখলাস উদ্দিন বাবুল,
গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক,বিএনপি নেতা আক্তার হোসেন বাবুল,থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম বেপারী,বিএনপি নেতা আবু সাঈদ মাষ্টার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু সায়েম, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম চমক, পৌর বিএনপির সাবেক সদস্য জয়নাল আবেদীন চাঁনু,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাহবুল আলম জুয়েল, যুবদল নেতা আব্দুস সালাম বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলাম কুদ্দুস, ইসরাফিল জাহাঙ্গীর টিটু,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান ইমনসহ অনেকে।

প্রয়াত নেতার স্মৃতিচারণকালে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম বলেন,প্রয়াত আহবায়ক নাজমুল হক ছিলেন উপজেলা বিএনপির আদর্শিক নেতৃত্বের অন্যতম নিদর্শন। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও ত্যাগ আজও নেতাকর্মীদের অনুপ্রেরণা যোগায়।
আমরা সকলে উনার আত্নার মাগফিরাত কামনা করি।
আগামী দিনের বিএনপির রাজনীতিতে দুষ্কৃতিকারী, চাঁদাবাজ, দখলবাজের ঠাঁই হবেনা। আদর্শিক বিএনপিতে উপযুক্ত কর্মীদের স্থান হবে প্রথম কাতারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular