নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মা দিবস উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মায়েদের মাঝে উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ মে) সকালে রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে দুই শতাধিক দরিদ্র ও অসহায় মায়ের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। তিনি বলেন, “মা হলো সৃষ্টির শ্রেষ্ঠ উপহার। আজকের এই দিনে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই যারা সমাজে বঞ্চিত ও অবহেলিত। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
তিনি আরও বলেন, “এই নারী জাতি কারো মা, কারো বোন, কারো কন্যা কিংবা স্ত্রী। আমরা যদি আমাদের মাকে সম্মান দিতে না পারি, তাহলে জাতি গঠনের কথা বলাও বৃথা। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো।’ আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, ভেদাভেদ থাকবে না এবং যা একদিন একটি সমৃদ্ধশালী জাতিতে পরিণত হবে।”
বিগত ১৭ বছর ধরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনসমূহ দেশের স্বৈরাচারী ও দমনমূলক শাসনের বিরুদ্ধে আন্দোলন করে আসছে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের নেতা-কর্মীরা মায়ের সঙ্গে দেখা করতে পারেনি, খবর নিতে পারেনি। সেই কষ্ট হৃদয়বিদারক। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপি এখন শুধু রাজনৈতিক আন্দোলন নয়, বরং সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছে।”
তিনি শিশুদের জন্য খেলাধুলার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি ও মাঠের ব্যবস্থা করার আহ্বান জানান। “আজকে আমাদের শিশুরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত। আমরা চাই প্রতিটি পাড়ায় খেলার মাঠ থাকুক, যাতে শিশুরা সুস্থভাবে বেড়ে উঠতে পারে,” বলেন ব্যারিস্টার নাসির।
বক্তব্যে ব্যারিস্টার নাসির আরো বলেন, “বাংলাদেশের জনগণই এ দেশের মালিক। আমরা চাই জনগণের সরকার, যেখানে সুশাসন থাকবে, থাকবে ন্যায়বিচার। আওয়ামী লীগ নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। অথচ প্রকৃত গণতন্ত্রের ভিত্তি হলো নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন যত দেরিতে হবে, ততই দেশ বিদেশি চক্রান্তের ফাঁদে পড়বে।”
তিনি আরও বলেন, “২০১৬ সালে বেগম খালেদা জিয়া সংস্কারের কথা বলেছিলেন, ২০২২ সালে তারেক রহমান সংস্কার ঘোষণা দিয়েছেন এবং ২০২৩ সালে ৩১ দফা দিয়েছেন, যা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি গণমুখী শাসনব্যবস্থা গড়ে তুলতে চাই। অথচ বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে কেউ সংস্কারের কথা বলেননি, বললেই হয়রানি ও মামলা দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজারীবাগ থানা বিএনপির সহ-সভাপতি হাজী বেলাল হোসেন, বিএনপি নেতা ডা. রেজা ফয়সাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। পরিচালনা করেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মিজানুর রহমান মুক্তা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, হাজারীবাগ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন মন্টি, হাজারীবাগ শ্রমিকদলের সভাপতি মোঃ শাহ আলম, হাজারীবাগ থানা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদিকা হাছিনা বেগম, হাজারীবাগ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান, হাজারীবাগ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, হাজারীবাগ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ – হাজারীবাগ থানা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শেখ জহির, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিটন সিকদার, ২২ নম্বর ওয়ার্ড বিএনপিরৎসিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোকন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম রনি, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক ফকরুল ইসলাম রানা এবংৎ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক বরকত উল্লা ভুলুসহ যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দলসহ ধানমন্ডি ও হাজারীবাগ থানা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা আগামী জাতীয় নির্বাচনে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।