ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষ৭ বছর আগে মারা যাওয়া গ্রাহককে লিগ্যাল নোটিশ

৭ বছর আগে মারা যাওয়া গ্রাহককে লিগ্যাল নোটিশ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ৭ বছর আগে মারা যাওয়া পল্লী বিদ্যুৎ এর এক গ্রাহকের নামে লিগ্যাল নোটিশ দিয়েছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩। এ নিয়ে এলাকাজুড়ে চলছে ব্যাপক সমালোচনা। এছাড়া একই অফিসে মাত্র ১৮০ টাকা বকেয়া বিলের জন্য কাঞ্চন মিয়া নামে অপর এক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে পুনঃসংযোগ ফি ধার্য করা হয়েছে ৮৮৫ টাকা। অপরদিকে মৃত দাদার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর গৌরীপুর সাব জোনাল অফিসে ঘুরছেন নাতি ফাহিম হাসান।

মাওহা ইউনিয়নের স্বল্প নহাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ফাহিম হাসান জানান, তার দাদা আব্দুল হেকিমের নামে একটি পল্লী বিদ্যুৎ সংযোগ ছিল। তিনি মারা গেছেন সাত বছর আগে। দাদার নামের সে বিদ্যুৎ সংযোগটি বর্তমানে তার চাচা হামিদুর রহমান ব্যবহার করছেন। অথচ মৃত মানুষের নামেই দেওয়া হয়েছে ‘উকিল নোটিশ’।

উপজেলার সহনাটী ইউনিয়নের পল্টীপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে কাঞ্চন মিয়া জানান, তিনি পল্লী বিদ্যুতের নিয়মিত গ্রাহক। তার ১৮০ টাকা বিল বকেয়া ছিল। ধান কাটা শুরু হওয়ায় সময়ের অভাবে গত মাসে বিল দিতে পারেননি। তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, ১০ মিনিট সময়ও দেওয়া হয়নি। এখন লাইন পুনঃসংযোগের জন্য ৮৮৫ টাকা ফি ধার্য করা হয়েছে।
তিনি আরও জানান, একই অবস্থা হয়েছে পল্টীপাড়ার মো. রুবেল মিয়া, সুরুজ মিয়া ও মো. চান মিয়ার ক্ষেত্রেও। এছাড়া ওই গ্রামের ১৯ জনের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে বিনা নোটিশে।

ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর আইন উপদেষ্টা ও ময়মনসিংহ জজকোর্টের অ্যাডভোকেট পরিমল চন্দ্র সরকারের সিলমোহরযুক্ত উকিল নোটিশটি প্রদান করা হয় গত ২৯ এপ্রিল। সেখানে উল্লেখ রয়েছে, বকেয়া এক হাজার ৭২ টাকা ২০ মে’র মধ্যে পরিশোধ করতে হবে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা জানান, মৃত গ্রাহকের নামে লিগ্যাল নোটিশ দেওয়া উচিত হয়নি। মৃত মানুষ তো আর বিদ্যুৎ বিল দিতে পারবেন না। লিগ্যাল নোটিশ দেওয়ার আগে যাচাই-বাছাই করা উচিত ছিল। এ বিল যিনি বিদ্যুৎ ব্যবহার করছেন বা তার ওয়ারিশরা পরিশোধ করবেন। তাদের নামে দিলেই হতো।
তিনি আরও বলেন, এক টাকাও বকেয়া, লাখ টাকাও বকেয়া। বকেয়া থাকলে লাইন বিচ্ছিন্ন হবে। এতে কোনো কিছু করার নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular