ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানআইএসপিএবি নির্বাচনে ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেলের জয়জয়কার

আইএসপিএবি নির্বাচনে ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেলের জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক : দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫-২০২৭ মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৭ মে) রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে সকাল ১০টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯ জন এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে ৪ জন, মোট ১৩ জন প্রতিনিধি নির্বাচিত হন।

আইএসপিএবি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী ভোট গণনার পর ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মোহাম্মদ আমিনুল হাকিমের নেতৃত্বাধীন ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেল। এই প্যানেলের ৯ জন প্রার্থীর মধ্যে ৮ জনই জয়লাভ করেন। 

বিজয়ীরা হলেন: নাজমুল করিম ভূঁঞা ২০১ ভোট, মোহাম্মদ আমিনুল হাকিম ১৯০ ভোট, মো. মিঠু হাওলাদার ১৮৫ ভোট, মঈন উদ্দিন আহমেদ ১৮০ ভোট, নেয়ামুল হক খান ১৭৯ ভোট, রাশেদুর রহমান – ১৭৭ ভোট, সাইফুল ইসলাম সিদ্দিক – ১৬৪ ভোট, মাহবুব আলম ১৬০ ভোট এ নির্বাচিত হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সাব্বির আহমেদ, যিনি পেয়েছেন ১৫৫ ভোট।

অন্যদিকে, সহযোগী সদস্য শ্রেণির ৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ১০ জন প্রার্থী। 

নির্বাচিত হয়েছেন: রাইসুল ইসলাম ২৯৯ ভোট। ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন ২৮৯ ভোট। মো. জুবায়ের ইসলাম ২৫৭ ভোট। এস এম সাইফুল ইসলাম ২৫২ ভোট।

নির্বাচনে অংশগ্রহণ ও সুষ্ঠু ভোটগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। নতুন কার্যনির্বাহী কমিটির প্রতি সদস্যরা স্বচ্ছতা ও দক্ষ নেতৃত্ব প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular