ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুরে ঝড়-বৃষ্টিতে ফসল ও বাড়িঘরের ক্ষতি

সৈয়দপুরে ঝড়-বৃষ্টিতে ফসল ও বাড়িঘরের ক্ষতি

নীলফামারী প্রতিনিধি : মৌসুমের প্রবল বৃষ্টিপাত ও ঝড়ে নীলফামারীর সৈয়দপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১৮ মে) সন্ধ্যার পরে ঝড়ে উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে এবং ঘরবাড়ির ক্ষতি হয়েছে। বেশকিছু স্থানে দোকানের চালা উড়ে গেছে।

উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ি ইউনিয়নসহ সৈয়দপুর পৌর এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। এতে করে বোরো ধানের ক্ষেত, ভুট্টা ক্ষেত নেতিয়ে পড়েছে। কোথাও কোথাও বোরো ক্ষেতে পানি জমে গেছে। এরফলে কাটা ধানের ক্ষতি হওয়ার সম্ভাবণা রয়েছে। প্রথমে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামে। এরপর শুরু হয় বজ্রসহ ঝড় বৃষ্টি।
১০/১৫ দিনের মধ্যে বোরো ধান কাটা মাড়াই শুরু হওয়ার কথা ছিলো। এসময় বৃষ্টি ও ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। শহরের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ঝড়ে কয়েকটা দোকানের চাল উড়ে গিয়ে বৈদ্যুতিক তারে আটকা পড়েছে।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষন জানান, মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ শুরু করেছেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী জানান, ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য বলা হয়েছে। আমরা এ ক্ষয়ক্ষতি নিরুপন করে সার্বিক প্রস্ততি গ্রহণ করেছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular