জামালপুরে সদ্য গঠিত জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কমিটি নিয়ে দুইপক্ষের পাল্টাপাল্টি প্রতিবাদের ঘটনা ঘটেছে। এ নিয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করেছে দুই পক্ষই।
রবিবার (১৮ মে) দুপুরে দিকে আজীবন সদস্য ও জামালপুরবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেন একটি পক্ষ। পরে সন্ধ্যায় নবগঠিত এডহক কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন করেন অপরপক্ষ।
দুপুরে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ এনে শহরের দেওয়ানপাড়া মোড় থেকে একটি মিছিল নিয়ে বিক্ষোভ করে জেলা প্রশাসন কার্যালয়ে যায় পদ বঞ্চিতরা। এ সময় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে গিয়ে ডিসির সাথে তর্কে জড়িয়ে পরেন তারা।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রেডক্রিসেন্ট জামালপুর ইউনিটের আজীবন সদস্য এডভোকেট শাহ মুহাম্মদ ওয়ারেছ আলী মামুন।
তিনি বলেন, অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতি করে গত ৩০ এপ্রিলে অনুমোদিত কমিটির সাধারণ সম্পাদক রিজভী আল জামালী রনজুকে বাদ দেওয়া হয়েছে। এ সময় তিনি জেলা প্রশাসকের কার্যক্রমের সমালোচনা করেন এবং হুশিয়ারী দেন।
সমাবেশ শেষে স্মারকলিপি প্রদানের সময় জেলা প্রশাসকে জড়িয়ে কিছু কটুক্তিমুলক শব্দের জন্য জেলা প্রশাসক স্মারকলিপি নিতে অপারগতা প্রকাশ করলে বিএনপির নেতাদের সাথে জেলা প্রশাসকের তর্ক-বিতর্ক হয়৷ পরে জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করেন।
এবিষয় জেলা প্রশাসক (ডিসি) হাসিনা বেগম বলেন, পদাধিকার বলে আমি রেডক্রিসেন্টের সভাপতি হলেও কমিটি পূর্ণাঙ্গের বিষয়ে আমি তেমন কিছুই জানি না। আমার কাছে স্মারকলিপি দিতে এসেছিল আজীবন সদস্যদের একটি পক্ষ। কিন্তু স্মারকলিপিতে আমাকে জরিয়ে অসম্মানজনক কিছু লেখা থাকাতে আমি কষ্ট পাই এবং স্মারকলিপি নিতে অপারগতা প্রকাশ করি। অনেক বিতর্কের পর আমি স্মারকলিপিটি নিয়েছি।
অপরদিকে রবিবার রাত ৮টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের নবগঠিত এডহক কমিটির বিরুদ্ধে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের প্রতিবাদ ও স্মারকলিপির প্রদানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে নবগঠিত এডহক কমিটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের গত ১৫ মে অনুমোদিত এডহক কমিটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম লিয়ন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন পর গত ১৫ মে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটির ১১ সদস্যের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটিতে ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানী এবং সেক্রেটারী মো.খায়রুল ইসলাম লিয়ন। এছাড়াও ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, নারীনেত্রী, এনজিও প্রতিনিধিরা কমিটিতে স্থান পেয়েছেন।
এই কমিটি অনুমোদনের পর আজ রবিবার (১৮ মে) সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো.ওয়ারেছ আলী মামুন একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে কমিটি বাতিলের দাবিতে সমাবেশ করে। যা জামালপুরবাসীর জন্য লজ্জাজনক।
তিনি আরো বলেন, রেডক্রিসেন্ট হলো মানবিক ও সামাজিক স্বেচ্ছাসেবামূলক অরাজনৈতিক সংস্থা। এই সংস্থার নবগঠিত জামালপুর জেলা ইউনিটের এডহক কমিটির বিরুেদ্ধে বিএনপি নেতার উস্কানিমূলক বক্তৃতায় আমরা বিস্মিত হয়েছি। আমরা আরো বিস্মিত হারছি যে বিএনপি নেতা শাহ মো.ওয়ারেছ আলী মামুন নতুন এডহক কমিটির চেয়ারম্যান জেলা প্রশাসকসহ প্রত্যেক নেতৃবন্দকে সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করে বক্তৃতা দিয়েছেন। তিনি জেলা প্রশাসককেও ছাড় দেওয়া হবে না বলে হুমকি প্রদান করেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এডহক কমিটি।
এ সময় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের নবগঠিত কমিটির ভাইস চেয়ারম্যান মাহবুবর রহমান জিলানী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রেডক্রিসেন্টের আজীবন সদস্য শামীম আহাম্মেদ, জেলা বিএনপির সাবেক নেতা ও আজীবন সদস্য খন্দকার বেলায়েত হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।