স. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে পথসভা করেছে বিএনপি। রবিবার (১৯ মে ২০২৫) বিকেল ৫টার দিকে নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামানি মিলন, বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন টুলু ও মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর হাওলাদার।
বক্তারা বলেন, “অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে।” তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান, যেন একটি নির্বাচিত সরকারকে দ্রুত দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে বিএনপি আন্দোলনে নামতে বাধ্য হবে।”
পথসভায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সভা শেষে নেতারা দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন।**ছবি সংযুক্ত আছে।