ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহময়মনসিংহ ঢাকা রুটে বিআরটিসি এসি বাস সার্ভিস উদ্বোধন

ময়মনসিংহ ঢাকা রুটে বিআরটিসি এসি বাস সার্ভিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: দীর্ঘদিন পর বহুল প্রত্যাশিত ময়মনসিংহ ঢাকা রুটে বিআরটিসি এসি বাস সার্ভিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় ময়মনসিংহ শহরের বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের পাশে বিআরটিসি’র ময়মনসিংহ কাউন্টারে এসি বাস সার্ভিসটির উদ্বোধন করা হয়।

ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত ৩৫০ টাকা ভাড়ায় যানজট এড়িয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে মহাখালী পর্যন্ত এসি বাস চলাচল করবে। মহাকালী বাসস্ট্যান্ডের সন্নিকটে সোহাগ ফিলিং স্টেশনের পাশে ঢাকায় বিআরটিসি’র কাউন্টার রয়েছে।

উদ্বোধন কালে সুন্দর আচরণ ভালো মানের সার্ভিস ও যাত্রীবান্ধব সেবা প্রধানের জন্য বিআরটিসির সংশ্লিষ্ট অপারেটরদের প্রতি আহব্বান জানিয়েছেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

এসি বাস উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, বিআরটিসি ময়মনসিংহ ডিপো ম্যানেজার মোঃ কামরুজ্জামান, বিআরটিএ ময়মনসিংহের সহকারি পরিচালক এ.এস.এম ওয়াজেদ হোসেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ভালুকা এক্সপ্রেসের পক্ষে আতিক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular