ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিবিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য ১শ’ বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা বিশ্বব্যাংকের

বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য ১শ’ বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা বিশ্বব্যাংকের

নিউজ ডেস্ক:  বিশ্বব্যাংক বিশ্বের কিছু দরিদ্র দেশগুলোর জন্য ১শ’ বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে। একইসঙ্গে বিশ্বব্যাংক ঋণ এবং অনুদান প্রদানের জন্য প্রায় ২৪ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। 

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দুদিনব্যাপী আলোচনা শেষে বিশ্বব্যাংক এ ঋণ সহায়তার ঘোষণা করে।

তিন বছর আগে শেষ তহবিল সংগ্রহের সময় প্রতিশ্রুতির প্রায় ২৩.৫ বিলিয়ন ডলার থেকে সামান্য বৃদ্ধি চিহ্নিত করে দাতাদেশগুলো ব্যাংকের ছাড় করা ঋণদানের হাতকে পুনরায় পূরণ করার জন্য ২৩.৭ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি দিয়েছে,  যা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) নামে পরিচিত। ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।

বিশ্বব্যাংক এই অর্থ ব্যবহার করে আর্থিক বাজার থেকে ঋণ নিতে সক্ষম, যার মাধ্যমে তারা সঞ্চিত অর্থকে প্রায় চারগুণ বাড়াতে পারে এবং এর ফলে নতুন ঋণ ও অনুদানের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে, যা ২০২১ সালে ছিল ৯৩ বিলিয়ন ডলার।

বিশ্বব্যাংক এক বিবৃতিতে বলেছেন, এই অর্থ সাহায্য ৭৮ দেশের জন্য ব্যবহার করা হবে, যেসব দেশ সব থেকে বেশি ঋণ ও দরিদ্রে জর্জরিত। এটি স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এবং জলবায়ু স্থিতিস্থাপকতায় বিনিয়োগ করতে সহায়ক হবে।

আইডিএ বিশ্বব্যাংকের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশ থেকে প্রচুর অর্থায়ন আসে,মার্কিন যুক্তরাষ্ট্র আইডিএ নতুন তহবিলের জন্য ৪ বিলিয়ন ডলার ঘোষণা করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular