বখতিয়ার রহমান, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : অন্তর্বতিকালিন সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনে নিহত বেগম রোকেয়া বিশ্বিবিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ এর নামে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন এর উদ্ভোধন করেন ।
অনুষ্ঠানে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে এতিম ও অসহায়দের মাঝে খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হয় ।
রবিবার বিকালে এ অধ্যাপক পীরগঞ্জের বাবনপুরে পৌঁছে শহীদ আবু সাঈদ এর কবর জেয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সেখান থেকে উপজেলা সদরে পৌঁছে সন্ধার পুর্বে এ ফাউন্ডেশনের উদ্ভোধন করেন ।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির ভাইস চ্যাঞ্চেলর ড. লুৎফর রহমান, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর ড. শওকত আলী, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, শহীদ আবু সাঈদের ভাই ও শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী, সাধারন সম্পাদক আবু হোসেন প্রমুখ ।