ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাজবাড়ীরাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ

রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক:   বাস শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজশাহী নওহাটার ব্রিজ এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজিচালিত অটোরিকশার চালকরা।

বুধবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মহাসড়কে বাস চলাচল বন্ধ রেখে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

এর ফলে রাজশাহী থেকে শুধুমাত্র নওগাঁ রুটের বাস চলাচল বন্ধ থাকে। নওগাঁ থেকে ছেড়ে আসা বাস রাজশাহীর মোহনপুর পর্যন্ত এসে আবার নওগাঁয় ফিরে গেছে। এছাড়া সড়কে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

অটোরিকশা চালকরা বলছেন, মঙ্গলবার সকালে রাজশাহীর রেলগেট এলাকায় সিএনজি স্ট্যান্ডে এসে বাস শ্রমিকরা তাদের ওপর আক্রমণ করে তাদের বহু অটোরিকশা ভাঙচুর ও চালকদের আহত করেছে। তানোরের সিএনজিচালকদের গণ্ডগোলের সূত্রপাত ধরে তারা আমাদের ওপর হামলা করেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন এর বিচার করতে না পারলে আমরা লাগাতার আন্দোলনে যাব।

রাজশাহী বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, আজ সকালে বাস চলাচল করার সময় সিএনজির চালকরা নওহাটায় দুইটি বাস ভাঙচুর করেছে। এজন্য আতঙ্কে ওই রুটে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। নওগাঁর বাস মোহনপুর পর্যন্ত এসে ফিরে যাচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular