পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ঢাকা কুইন্স কলেজের সাবেক অধ্যক্ষ মো. আলতাফ হোসেন আর নেই। তিনি সোমবার বিকেলে ঢাকার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন।
আজ মঙ্গলবার বেলা দুই টা ৩০ মিনিটে পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে পৌরসভার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি পঞ্চগড় মহকুমা ও জেলা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি পঞ্চগড় মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, জেলা ক্রীড়া সংস্থা, জেলা শিল্পকলা একাডেমী, নজরুল পাঠাগার ও রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। জেলা স্কাউটসের প্রথম কমিশনার, সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের পিএস ছিলেন। তিনি পঞ্চগড় স্টেডিয়াম, অডিটোরিয়াম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এদিকে অধ্যাপক আলতাফ হোসেনের মৃত্যুতে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জেলা জাসদের সভাপতি অধ্যাপক এমরান আল আমিন, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. খালেদ তৌহিদ পুলক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান বাবলা, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সফিকুল আলম, জেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ প্রধান, প্রবীণ গণমাধ্যম কর্মী শহীদুল ইসলাম শহীদসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন পৃথক পৃথক ভাবে গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।