ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিঅন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা ‘নৈতিক দায়িত্ব’: ড. কামাল হোসেন

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা ‘নৈতিক দায়িত্ব’: ড. কামাল হোসেন

নিউজ ডেস্ক : গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় ও সার্বিক সহযোগিতা করা ‘রাজনৈতিক দল ও জনগণের নৈতিক দায়িত্ব’। যাতে তারা সংস্কার কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে সক্ষম হন।

শনিবার (৩০ নভেম্বর) রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ৭ম জাতীয় সম্মেলনে এ কথা বলেন কামাল হোসেন।

এ সময় নতুন করে দেশ গড়ার সংগ্রামে ‘ঐক্যবদ্ধ হওয়ার’ আহ্বান জানিয়েছেন ড. কামাল হোসেন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, ১৯৯৩ সালের ২৯ আগস্ট বাংলাদেশের বিরাজমান রুগ্ন রাজনীতির বিপরীতে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের বরেণ্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কূটনীতিবিদ, আইনজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী ও প্রগতিশীল চিন্তা চেতনার সচেতন নাগরিকদের নিয়ে গণফোরামের জন্ম হয়েছিল।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের উদ্দেশে কামাল হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে গণতন্ত্রহীনতা ও জবাবদিহিতাহীন এক স্বৈরশাসনের কবলে পড়ে আইনের শাসন, ন্যায়বিচার, ভোটাধিকার ও মৌলিক মানবাধিকার লঙ্ঘনসহ অবাধে লুটপাট, অর্থপাচার, সর্বগ্রাসী দূর্নীতি ও দলীয়করণের মাধ্যমে দেশ শাসনের ফলে সর্বত্র ভয়াবহ সংকট ও অনিশ্চয়তার সৃষ্টি হয়।

গণফোরামের জন্মলগ্নে বিরাজমান যেসব সমস্যাবলী চিহ্নিত করে তা সমাধানের জন্য জাতির সামনে অঙ্গীকার ব্যক্ত করেছিল, তা ৩১ বছর পর আরও তীব্র সংকটরূপে আবির্ভূত হয়েছে।

এরই ফলশ্রুতিতে ছাত্র-জনতার এক অবিস্মরনীয় ও ঐতিহাসিক গণ-অভ্যূত্থানের মধ্যদিয়ে আওয়ামী সরকারের পতন ঘটে। এই দেশ কোনো স্বৈরশাসকের নয়, এই দেশ জনগণের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular