ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিঅবিলম্বে সকল সিন্ডিকেট ভেঙ্গে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে : গণফোরাম

অবিলম্বে সকল সিন্ডিকেট ভেঙ্গে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে : গণফোরাম

নিউজ ডেস্ক : গণফোরামকে সুসংগঠিত করা, জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা এবং আগামী ৩০ নভেম্বর গণফোরামের জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে আজ ২৬ অক্টোবর-২০২৪ শনিবার, সকাল ১০ টায় গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরাম কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য সহ ৫৫টি জেলা কমিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন গণফোরাম সমন্বয় কমিটির চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু। সভাপতির বক্তব্যে মোস্তফা মোহসীন মন্টু বলেন, ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশের জনগণের সবচেয়ে বড় অস্বস্তি বাজার সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি। পতিত লুটেরা আওয়ামী সরকারের দোসররা এখনও বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। অবিলম্বে সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে, বাজারসহ আওয়ামী সরকারের সকল সিন্ডিকেট সমূলে উপড়ে ফেলতে হবে।

দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও স্থিতিশীল করার লক্ষ্যে প্রশাসনকে আরও কার্যকর করতে হবে। লুটপাটকারী হাসিনা সরকার অবৈধভাবে বাংলাদেশের জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে তা ফিরিয়ে আনার জোর উদ্যোগ গ্রহণ করতে হবে। ঋণ খেলাপী যেসব রাঘববোয়ালেরা দেশের অর্থনীতি ধ্বংস করেছে তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে সকল অর্থ উদ্ধার করতে হবে এবং সর্বোচ্চ সাজার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের আকাঙ্খা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, সেই লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সচেষ্ট থাকতে হবে। সর্বোপরি এই সরকার জনগণের সরকার, জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন বাস্তবায়নে গণফোরাম সর্বাত্মক সহায়তা করে পাশে থাকবে এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে।

আরও বক্তব্য রাখেন সমন্বয় কমিটির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. আলতাফ হোসেন, কো-চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সদস্য সচিব ডা. মো: মিজানুর রহমান, সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের, আব্দুল হাসিব চৌধুরী, মোশতাক আহমেদ, শাহ্ নুরুজ্জামান সহ কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular