ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকঅবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো শুরু করলো যুক্তরাষ্ট্র

অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো শুরু করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় সময় ভোর ৩টায় ২০৫ জন অভিবাসীকে নিয়ে সি-১৭ নামে একটি সামরিক বিমান রওনা হয়েছে। ফ্লাইটে থাকা সবাইকে যাচাই করেছে ভারত সরকার।

পেন্টাগন জানিয়েছে, টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে ৫ হাজারেরও বেশি অভিবাসীকে বহিষ্কার করা হবে। এখন পর্যন্ত সামরিক বিমানগুলো গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে অনেক অভিবাসীকে ফেরত নিয়ে গেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বসবাসরত আনুমানিক ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর পদক্ষেপের বাস্তবায়ন শুরু হয়।

অভিবাসীদের এখন পর্যন্ত ছয়টি ফ্লাইট লাতিন আমেরিকা অঞ্চলের দেশগুলোতে গেছে জানা গেছে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলার পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ‘যা সঠিক তা করবে’ ওয়াশিংটন।

এদিকে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, ভারত এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে প্রায় ১৮ হাজার ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছেন; যারা অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন।

ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ‘লক্ষ লক্ষ’ অভিবাসীকে বহিষ্কার করার কথা ঘোষণা করার পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প।

এমনকি তার নির্বাচনী প্রচারণার সময়ও তিনি বলেছিলেন, ‘আমি যখন পুনরায় নির্বাচিত হব, তখন আমরা আমেরিকান ইতিহাসের বৃহত্তম বহিষ্কার অভিযান শুরু করব।’

তবে ভারতীয়দের ফেরত পাঠানোর সবশেষ ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি মোদি সরকার। যদিও সম্প্রতি ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে ওয়াশিংটন থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, অভিবাসনের ক্ষেত্রে আমাদের একটি নীতিগত অবস্থান রয়েছে, যা প্রতিটি দেশের জন্যই প্রযোজ্য। আমরা বৈধ অভিবাসন সব সময় সমর্থন করি।

‌‌‌‘যদি কোনো দেশে অবৈধ ভারতীয় অভিবাসী থাকেন এবং যদি দিল্লি নিশ্চিত হয় তিনি ভারতীয় নাগরিক, তবে তাকে ফেরানোর জন্য ভারত সব সময় প্রস্তুত।’ বলেন জয়শঙ্কর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular