ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়অর্থনৈতিক কূটনীতির তাগিদ প্রধান উপদেষ্টার

অর্থনৈতিক কূটনীতির তাগিদ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক:   শিল্প খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক কূটনৈতিক দল তৈরি করে বাংলাদেশকে প্রচারের তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বেপজা’র ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন জমা দেয়ার সময় এমন নির্দেশনা দেন তিনি।

এদিন বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বার্ষিক প্রতিবেদন জমা দিলে প্রধান উপদেষ্টা দেশের শিল্প খাতে আরও বিদেশি বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন। এ জন্য প্রয়োজনে অর্থনৈতিক কূটনীতির জন্য একটি দল তৈরি ও বিদেশে বাংলাদেশকে প্রচারের তাগিদও দেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টাকে বেপজা’র নির্বাহী চেয়ারম্যান জানান, জুলাই-আগস্টের অভ্যুত্থান এবং বৈশ্বিক রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের পর ইতোমধ্যেই বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। গত তিন সপ্তাহে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব এসেছে।

আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে বাংলাদেশে আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চালু আছে, যেখানে ৪৫২টি কারখানা রয়েছে। এছাড়া আরও ১৩৬টি কারখানা নির্মাণাধীন রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular