ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জঅষ্টগ্রামে কিশোর গ্যাংয়ের চুরি-ছিনতাই বেড়েছে

অষ্টগ্রামে কিশোর গ্যাংয়ের চুরি-ছিনতাই বেড়েছে

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের কাস্তলের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ সাধারণ মানুষ। বাড়ছে চুরি ও ছিনতাই। প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে মোবাইল, বৈদ্যুতিক মটর, স্বর্ণালংকার,টাকা পয়সা,হাঁস মুরগী সহ মাছ ধরার জাল চুরির ঘটনা ঘটছে।

গত শনিবার রাতে কাস্তল ফুটবল খেলার মাঠে অনিক মিয়া (২২) নামে এক যুবক কে মারপিট করে একটি কিশোর গ্যাং তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়। অনিক উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের মৃত ছমেদ মিয়ার ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক কাস্তল হাজী পাড়ার এক বাসিন্দা জানান, সঙ্গবদ্ধ একটি কিশোর গ্যাং এ সকল অপরাধের সাথে জড়িত।আমাদের পাড়ার হেলাল মিয়ার বাড়ি থেকে গত ১ মাসে ৫ টি মোবাইল চুরি হয়েছে। কাস্তল বাজারের সভাপতি জসীম খান জানান, ১ সাপ্তাহ আগে আমার বাড়িতে ও গতকাল রাতে কাস্তল মুসলিম পাড়ার আবদুল হাফিজের ঘরে ডুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা নিয়ে যায়।

একই রাতে বাজারের ওয়াস রুমের বৈদ্যুতিক মটর চুরি হয়।কিছু দিন আগে আশেক মিয়া নামে এক কিশোর কাস্তল বাজার চুরি করতে গিয়ে মালামাল সহ হাতেনাতে ধরা পড়ে বয়স কম হওয়ায় সেদিন পুলিশ তাকে ছেড়ে দেয়।এ বিষয়ে অষ্টগ্রাম অফিসার ইনচার্জ (ওসি) রুহল আমিন জানান, এখানে আমি নতুন এসেছি। বিষয়টি তদন্ত করে জরুরী ভিওিতে ব্যাবস্থা নেওয়া হবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular