নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫। ঈদ উপলক্ষে স্বল্পমূল্যে সব ধরনের কেনাকাটার সুযোগ দিতে ১২ মে শুরু হওয়া এই মেলা চলবে ২৩ মে পর্যন্ত।
সোমবার (১২ মে) রাজধানীর আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেলাটি উদ্বোধন হয়। এবারের মেলায় ২০০ এর অধিক স্টল থাকছে বলে জানিয়েছেন মেলা কতৃপক্ষ।
মেলার উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মেলা মানুষের মনে আনন্দ জাগায়। স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয়সহ সব ধরনের পণ্য কেনার সুযোগ থাকায় মানুষ মেলায় ভিড় করে। এই উদ্যোগ প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, ক্রেতাদের প্রতি সদ্ব্যবহার মেলার প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করে। তাই সকল ব্যবসায়ীকে ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দেন সচিব। পাশাপাশি কোন অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মেলা কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি।
মেলায় ২০০টিরও বেশি স্টল অংশ নিয়েছে, যেখানে দেশি-বিদেশি নানা পণ্য পাওয়া যাচ্ছে। মেলায় আগত দর্শনার্থীরা ইলেকট্রনিকস, পোশাক, খাদ্যপণ্য, হস্তশিল্পসহ বিভিন্ন পণ্য কিনতে পারছেন সহজ দামে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ বেলায়েত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ তসলিম আহসান মাসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক মোঃ শরীফ উদ্দিন জুয়েল এবং সদস্য সচিব মোঃ সাজ্জাদুল মিরাজ। এছাড়াও মেলার বিভিন্ন স্টলের মালিকরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ঈদের আনন্দ বাড়াতে এই মেলা ভোক্তাদের মাঝে ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে বলে জানিয়েছেন আয়োজকরা।