ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসআগারগাঁওস্থ বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত

আগারগাঁওস্থ বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত

বিশেষ প্রতিনিধি, ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ” সম্মিলিতভাবে ঈদকে উদ্‌যাপনের লক্ষ্যে আগারগাঁওস্থ বাণিজ্য মেলার পুরতান মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত; সুলতানী আমলের মতো ঈদ আনন্দ মিছিলের পাশাপাশি থাকবে ঈদ মেলা।”

২৩ মার্চ রবিবার নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর বুড়িগঙ্গা হলে “আগারগাঁওস্থ পুরাতন বাণিজ্য মেলার খালি জায়গায় পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা” শেষে উপদেষ্টা তাঁর অফিসকক্ষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের কথা মনে পড়ে? সুলতানী আমল এর ঐতিহ্যকে ধারণ করে এবারের ঈদটা উদযাপিত হোক নতুনভাবে। শুধুমাত্র ব্যক্তি কিংবা পরিবার কেন্দ্রিক ঈদ আনন্দ না হয়ে, এবারের ঈদ কাটুক সমবেতভাবে। উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই নতুন সম্মিলিত ঈদ উদ্‌যাপনে সকলকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান তিনি। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কেন্দ্রীয় ঈদগাহে প্রতিবারের মতোই প্রধান জামাত হবে; পাশাপাশি উত্তর সিটি কর্পোরেশন এর তত্ত্বাবধানে আরেকটি ঈদ জামাতসহ আনন্দ উদ্‌যাপন নতুন আঙ্গিকে পালন করা হবে।সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ/ এস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular