ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়আটোয়ারীতে ইউএনও ’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

আটোয়ারীতে ইউএনও ’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ শাফিউল মাজলুবিন রহমানের বদলীজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলা শিক্ষা পরিবার।

সোমবার ( ৩ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করেন উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা পরিবার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে এবং দারখোর ডুংডুংগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় বিদায়ী ইউএনও’র কর্মকালের স্মৃতিচারণ সহ নিজেদের অনুভুতি ব্যাক্ত করে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা,লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল মতিন সরকার, মাওলানা আজিম উদ্দীন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল মান্নান, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র চট্ট্রোপাধ্যায়,তোড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভা:প্রা:) মোঃ আনোয়ার হোসেন, রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরী(মনি) প্রমুখ।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্যে বলেন, ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের মতো এমন ভালো মানুষ একটি উপজেলায যত বেশী থাকবে ততো সমাজ ও দেশ ভালো থাকবে। এই ইউএনও সবসময কর্মচাঞ্চল্য ছিলেন। জুলাই অভ্যুত্থানের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতির দায়িত্ব নেন ইউএনও মহোদয়। পাবলিক সভাপতির চেয়ে প্রশাসনের কর্মকর্তা সভাপতি হওয়ায় আমরা খুব শান্তি পেয়েছি। অল্প সময়ের মধ্যে আমরা একজন ভালো অফিসারকে বিদায় দিচ্ছি। আশা করি তাঁর কর্মজীবনে প্রথম ভালো লাগা থাকবে আটোয়ারী উপজেলা।

বিদায়ী ইউএনও মোঃ শাফিউল মাজলুবিন রহমান বলেন, আটোয়ারী আমাকে সমৃদ্ধ করেছে। অফিসিয়াল কাজের বাইরেও আমি মানুষের সেবার জন্য কাজ করেছি। আটোয়ারী ছোট উপজেলা হওয়ার সুবাদে কাজ করার অনেক সুযোগ ছিল। আটোয়ারীতে আমার যোগদানের এক বছর যেতে না যেতেই বদলীর আদেশ আমাকে হতবাক করেছে। আমি আমার দোষ খুজে পাচ্ছি না। তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

প্রত্যেকে ইউএনও ও তাঁর পরিকারের কল্যাণ, সুস্বাস্থ্য,দীর্ঘজীবন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular