ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষআটোয়ারীতে ঐতিহাসিক বার আউলিয়া মাজার শরীফের ওরশ ৮ মে বৃহস্পতিবার

আটোয়ারীতে ঐতিহাসিক বার আউলিয়া মাজার শরীফের ওরশ ৮ মে বৃহস্পতিবার

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড় জেলার ঐতিহ্য ও ঐতিহাসিক আটোয়ারী উপজেলার বার আউলিয়া মাজার শরীফের বার্ষিক ওরশ মোবারক প্রতিবছরের ন্যায় এবারও ১৪৩২ সনের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ( ৮ মে) অনুষ্ঠিত হবে।

ওরশ মোবারক সুষ্ঠ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার( ৩০ এপ্রিল) বেলা ১১ টার দিকে বার আউলিয়া মাজার শরীফ প্রাঙ্গণে এ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। সুশৃঙ্খল পরিবেশে ওরশ অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা সম্পর্কে পরামর্শমূলক বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) (অ.দা.) এস.এম ফুয়াদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল) মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম (হেলাল), বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওঃ মোঃ আব্দুর রউফ, মোঃ আমিরুল সরকার, ডা. আবুল কাসেম, খাদেম সৈয়দ মোমিনুল হক প্রমুখ।

ঐতিহাসিক বার আউলিয়া মাজারের ওরশ মোবারক যথাযোগ্য মর্যাদায় সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে মূল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন,বৈশাখের শেষ বৃহস্পতিবার ৮ মে বার আউলিয়া মাজার শরীফের ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। ওরশ শরীফে লাখো লাখো লোকের সমাগম হবে। এখানে পর্যাপ্ত আই-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ওই দিন মাজার এলাকা সি সি ক্যামেরার আওতায় থাকবে। তিনি স্থানীয় খাদেম পরিবারের সদস্য সহ সবার সহযোগিতা কামনা করেন।

মাজার এলাকায় কোন প্রকার জুয়া বা মাদকের সন্ধান পেলে তাৎক্ষনিক অপরাধীকে মেবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে মর্মে সতর্ক বার্তা দেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় খাদেম পরিবারের সদস্যবৃন্দ, সুধিজন সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular