ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসআটোয়ারীতে মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী’র বর্ণাঢ্য শোভাযাত্রা

আটোয়ারীতে মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী’র বর্ণাঢ্য শোভাযাত্রা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে বিজয় শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার ( ১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা জামায়াতে ইসলামী দলীয় কার্যালয় হতে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি “আল্লাহর আইন চাই- সৎ লোকের শাসন চাই” সহ বিভিন্ন শ্লোগানে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফকিরগঞ্জ বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার সেক্রেটারী মাওঃ মোঃ খাদেমুল ইসলামের সঞ্চালনায় বিজয় দিবসের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার আমীর মাওঃ মোঃ ইউনুস আলী খান, উপজেলা জামায়াতে ইসলামী সহ-শাখার সহ সভাপতি মাওঃ মোঃ রবিউল ইসলাম(আউয়াল), রংপুর মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ বদরুল ইসলাম, পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ। জামায়াতের আমীর মাওঃ ইউনুস আলী খান বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এ জাতি সামাজিক ন্যায় বিচারের কোনো দৃশ্য এখন পর্যন্ত দেখেনি। সামাজিক অধিকার, মানবিক অধিকার, সাম্য ন্যায় এবং ইনসাফ থেকে এ জাতি বঞ্চিত ছিল। এখনো বঞ্চিত রয়েছে, যা আমরা দেখতে দেখতে স্বাধীনতার ৫৪ বছরে পদার্পণ করেছি।

তিনি বলেন, স্বাধীনতার মূল কথা ছিল ঐক্যবদ্ধভাবে দেশকে পরিচালনা করা; কিন্তু সেই ঐক্য বিনষ্টে আওয়ামী দুঃশাসন বাকশাল স্বৈরশাসক এদেশের মানুষের মধ্যে এক বিভেদের দেয়াল চাপিয়ে দিয়ে এই জাতিকে খন্ড-বিখন্ড করে দিয়েছে। অন্যান্য বক্তারা বলেন, এ দেশে সৎ লোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়ন হলে দেশের উন্নয়ন হবে,সাধারণ মানুষ সুখে থাকবে, দেশ ভালো থাকবে। শোভাযাত্রায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামীসহ ছাত্র শিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular