শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার শালচূড়া এলাকায় আদর্শ রিসোর্ট ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।
এ সমবায় সমিতির চীফ এক্সিকিউটিভ অফিসার মো. শাহজাহান সিরাজের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদ। এতে প্রধান আলোচক ছিলেন সমিতির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা। এজিএমে বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো. সাহাদত হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. আল আমীন, ঝিনাইগাতী বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খান। এতে আরও বক্তব্য দেন সমিতির সদস্য ও আইন উপদেষ্টা এডভোকেট মো. আল আমিন, সদস্য মো. আলী হোসেন পাঠান, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. মাসুদ হাসাদ প্রমুখ।
আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদ তার বক্তব্যে, ‘সমিতির সেক্রেটারী, পরিচালক, শেয়ারহোল্ডার, গ্রাহক, আমানতকারী ও কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞদা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, আমি গত বছরের ২৩ মার্চ দায়িত্ব গ্রহণ করি। আজকে এই কমিটির প্রথম বার্ষিক সাধারণ সভা। গত ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমিতির মূলধনের পরিমাণ ছিল ৩২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ২০১ টাকা এবং ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ কোটি ৭৬ লাখ ৩১ হাজার ১৯৪ টাকা। গত এক বছরে সমিতির মূলধন বৃদ্ধি পেয়েছে ৫ কোটি ৪ লাখ ৫৭ হাজার ৯৯৩ টাকা। সবার সহযোগিতায় যথাযথ ব্যবস্থাপনা ও মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে আমরা আগামীতেও সাফ্যলের এ ধারা অব্যাহত রাখব ইনশাল্লাহ।’
সভায় ২০২৩-২০২৪ সালের আর্থিক বিবরণীসহ শেয়ার হোল্ডারদের লভ্যাংশের হিসাব-নিকাশ প্রকাশ করা হয়।
এজিএমে ঝিনাইগাতী উপজেলার আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালক, কর্মকর্তা, কর্মচারী, শেয়ারহোল্ডার ও সদস্যরা অংশগ্রহণ করেন।