নিউজ ডেস্ক : সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করেছে। বুধবার ঢাকার একটি হোটেলে এ্ই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে এ বছরের প্রতিপাদ্য হলো, “কন্যা শিশুর চোখে ভবিষ্যৎ দেখি” এর মাধ্যমে বিশ্বব্যাপী কন্যাশিশুদের অধিকার রক্ষায় তাদের দাবি এবং তাদের স্বপ্ন থেকে প্রণোদিত পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল “গার্ল টক,” শিরোনামের একটি আলোচনা সেশন। এই সেশনে পাঁচ জন কন্যা শিশু পাঁচটি গুরুত্ব পূর্ণ বিষয়-জলবায়ু পরিবর্তন, যৌন হয়রানি, শিশু শ্রম, বর্জ্য ব্যবস্থাপনা এবং বায়ু দূষণ নিয়ে তাদের বর্তমান ভাবনা এবং কীভাবে এই বিষয়গুলো তাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করবে, তা তুলে ধরে। অনুষ্ঠানের পরবর্তী সময়ে তারা সম্মানিত প্যানেলিস্টদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেয়।এই অনুষ্ঠানে প্রায় ৪০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে, পাশাপাশি উন্নয়ন সংস্থা, কর্পোরেট খাত, শিক্ষা প্রতিষ্ঠান, দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর কন্যা শিশু দিবসে বিশেষভাবে তরুণ জলবায়ু কর্মীদের ক্ষমতায়নের ওপর জোর দেয়া হয়েছে, যারা দেশের বিভিন্ন স্থানে শিশুদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে সকল অংশীদারদের কন্যা শিশুদের গুরুত্ব দেবার প্রতি বিশেষভাবে আহ্বান জানায় এবং পাশাপাশি তাদের শিক্ষা, নিরাপত্তা এবং বাল্যবিবাহ মুক্ত ভবিষ্যতের অধিকার নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ নিতে জোর প্রদান করে।
বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইসর মাশফিকা জামান সাটিয়ার বলেন, এই বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী মেয়ে ও নারী। তাদের ক্ষমতায়ন ছাড়া কোনো কার্যকর অগ্রগতি সম্ভব না। নেদারল্যান্ডস দূতাবাসের পক্ষ থেকে, আমাদের প্রত্যাশা যে, মেয়েরা তাদের শিক্ষা সম্পন্ন করবে, আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং নিজেদের জীবনের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।
এনসিটিএফ এর সদস্য তাবাসসুম রহমান নাবিয়া বলেন, আমাদের দেশের শিশুশ্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশে এই সংক্রান্ত আইন ও নীতিমালা থাকলেও তা যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না। আমি কন্যাশিশুদের পক্ষ থেকে এবং দেশের সকল শিশুদের পক্ষ থেকে সরকারের প্রতি অনুরোধ করছি যাতে তারা শিশুশ্রম বন্ধে কার্যকরী উদ্যোগ গ্রহণ করেন।
ইউএন ওমেন বাংলাদেশের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিনিধি দিলরুবা হায়দার বলেন, আজকের দিনে মেয়েদের নিজেদের সম্পর্কে পুরনো ধারণাগুলো নতুন করে গড়ে তুলতে সক্রিয়ভাবে আমাদের অংশ নিতে হবে। পুরুষদের দ্বারা সুরক্ষিত হওয়ার ধ্যান ধারণা থেকে বেরিয়ে তারা নিজেদের সুরক্ষা করতে সক্ষম হবে এই ধারণা গড়ে তুলতে হবে। এটি তখনই সম্ভব হবে যখন তারা শিক্ষিত হবে এবং আর্থিকভাবে স্বনির্ভর হবে। আর সেখান থেকেই প্রকৃত ক্ষমতায়ন সম্ভব হবে।
সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রিফাত বিন সাত্তার বলেন, আজকের আয়োজনটি সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ-এর “গার্ল টক” ক্যাম্পেইনকে এ বছরের আন্তর্জাতিক কন্যা শিশুর দিবসের প্রতিপাদ্য “কন্যা শিশুর চোখে ভবিষ্যৎ দেখি” এর সঙ্গে সরাসরি যুক্ত করেছে। “গার্ল টক” তরুণী মেয়েদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো তুলে ধরতে এবং তাদের সমস্যার সমাধান, প্রয়োজনীয় সেবায় প্রবেশাধিকার, তাদের অধিকার বাস্তবায়ন ও সম্ভাবনাকে উন্মুক্ত করতে সহায়তা করার দিকে জোর দেয়।”