ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশআন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রোববার গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা, ভুমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলকসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। শহরের ইসলামিয়া হাইস্কুল মাঠে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’। জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, প্রধান শিক্ষক এহছানুল কবির, এসকেএস প্রতিনিধি আশরাফুল ইসলাম, এনজিও প্রতিনিধি মোশাররফ হোসেন, আবু সাইদ তুহিন প্রমুখ।

এর আগে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে ইসলামিয়া হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগ প্রশমন দিবস বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়। এতে গাইবান্ধা ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও রোভার স্কাউটের সদস্যরা অংশ নেয়।

বক্তারা বলেন, বাংলাদেশ এখন বিশ্বের দুর্যোগ মোকাবেলায় রোল মডেল। যাতে আগামীতে যে কোন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়। সেব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular