নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আলাউদ্দিন আলার বাড়িতে হামলা করেছে ৩২ নং ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি জাহিদ। এই ঘটনায় জাহিদকে সহায়তা করে বিএনপির একই ওয়ার্ডের আরেক অংশের নেতা জুবায়ের আলম,ইমরান ও কুমারসহ বেশ কয়েকজন স্থানীয় সন্ত্রাসী।
বুধবার (১২ মার্চ ২০২৫ ইং) বাবু বাজার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির অফিসে এক জরুরি সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন হামলার শিকার আলাউদ্দিন আলা সাহেব।
তিনি বলেন, গত ১০ মার্চ সোমবার আমার বাসভবনে হামলা চালিয়েছে জাহিদ বাহিনীর লোকজন। তারা দেশিয় অস্ত্র শস্ত্র ব্যবহার করে আমার ছেলেদের কুপিয়ে গুরুতর আহত করে। লুট করে নিয়ে যায় আমার পরিবারের মূল্যবান জিনিসপত্র। যার মধ্যে স্বর্ণালঙ্কার ছিল। পরে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগ করে।
তিনি আরো বলেন, আমার স্ত্রী বিএনপি নেত্রী নাজমা আলা কিছু বুঝে উঠার আগেই এই হামলা চালানো হয়। এতে তিনি নিজে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। তিনি বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি এ ঘটনার বিচার চেয়ে মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে এ বিষয়ে অবহিত করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান। তিনি বিএনপির হাইকমান্ডের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নেওয়ার আর্জি জানান।
সংবাদ সম্মেলনে আলাউদ্দিন আলা সাহেবের সঙ্গে উপস্থিত ছিলেন সমিতির আহবায়ক ফরিদ উদ্দিন যুগ্ম – আহবায়ক হাজি আতাউর রহমান খান কালু,জাহাঙ্গীর হোসেন,করিম মোল্লা, হাবিবুর রহমান, শাহজাহান, রাজা, প্রমুখ।