রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর আ’ লীগ নেতা সাধন বসাককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার ভোর ৪ টায় তাকে উপজেলা গোরকই মন্দির মেলা থেকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানা পুলিশ। সাধন মৃত ডা. নিত্যানন্দ বসাকের ছেলে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
ওসি আরও জানান, সাধন বসাককে পূর্বের দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তাকে জেলা জেলহাজতে পাঠানো হয়েছে।