ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষইটনায় কলেজ ছাত্রদলের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

ইটনায় কলেজ ছাত্রদলের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:- কিশোরগঞ্জের ইটনায় কলেজ ছাত্র দলের নবগঠিত কমিটি কে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল হয়েছে।

রবিবার বিকালে ইটনা বড়বাজারে কলেজ ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির অস্থায়ী কার্যালয়ে বক্তব্য রাখেন নাহিদ হাসান, শেখ মাহী হাসান নিলয়, রিফাত ইসলাম রাব্বি। বক্তরা অভিযোগ করে বলেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কে তৃণমূলে সুসংগঠিত করতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান মতবিনিময় সভার আয়োজন করে। বিগত কিছুদিন পুর্বে নির্দেশনা অনুযায়ী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক জুলকার নাইনের উপস্থিতিতে ইটনা সরকারী কলেজে মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন পদে আগ্রহীদের নিকট থেকে বায়োডাটা আহ্বান করা হয়।

কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে পদ প্রত্যাশী হিসেবে বিগত ১৭ বছর স্থানীয় আওয়ামী লীগের দুঃশাসন ও অত্যাচার, জেল-জুলুম উপেক্ষা করে দানব সরকারের বিরুদ্ধে সক্রিয় থেকে রাজনীতিতে অংশগ্রহণ করি। সে হিসেবে কলেজ কমিটির পদে মূল্যায়নের আশায় আমরা ও রাজনৈতিক বায়োডাটা জমা দেই কিন্তু গত ২ মে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন ভাইয়ের স্বাক্ষর করা অনুমোদিত ৫ সদস্য বিশিষ্ট কমিটিতে অযোগ্যদের স্থান পাওয়ায় এ কমিটি কে আমরা ইটনায় অবাঞ্ছিত ঘোষণা করলাম। এই পকেট কমিটির কোনো কার্যক্রম ইটনায় বাস্তবায়ন করতে দেয়া হবে না ইনশাআল্লাহ। এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন বলেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা ও যাচাই-বাছাই করে যারা যোগ্য তাদের কেই আমরা কমিটি অনুমোদন দিয়েছি। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular