মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
৩০ অক্টোবর (বুধবার) সকালে উপজেলা পরিষদের সামনে সদর ইউনিয়নের ৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে এই প্রণোদনা তুলে দেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোছাঃ দিলশাদ জাহান। তখন উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ উজ্জ্বল শাহা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মাহাবুব ইকবাল, সদর ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার রহমত উল্লাহ, মৃগা ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মোশারফ হোসেন সহ কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ উজ্জ্বল শাহা জানান, প্রাথমিকভাবে সদর ইউনিয়নে বিনামূল্যে বীজ ও রাসায়নক সার বিতরণ শুরু হয়েছে। আজকে ৪০ জন কৃষক কে জনপ্রতি ১ কেজি সরিষার বীজ ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে।
তিনি আরোও জানান, পর্যায়ক্রমে বাকি ইউনিয়নে এইসব প্রণোদনা বিতরণ করা হবে।