নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরপুলে ‘ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমবায় সমিতি লিঃ’ এর নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। যোগ্য প্রার্থীদের ভোট দিবেন ভোটাররা। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জানিয়েছেন এই নির্বাচনের, নির্বাচন কমিশনের সভাপতি।
বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর হাতিরপুল ইস্টার্ন প্লাজায় সমিতির নিজস্ব কার্যালয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ১২ টি পদের বিপরীতে দুটি প্যানেলে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এতে মোট ভোটার সংখ্যা ৩১৫ জন।
নির্বাচনের শাহীন-ফখরউদ্দিন-দেলোয়ার পরিষদে সভাপতি পদে মোঃ শাহিন মিয়াজী, সহ-সভাপতি মোঃ ফখরউদ্দিন, সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বাবু, যুগ্ম সম্পাদক মোঃ খাইরুল ইসলাম বাবু, কোষাধক্ষ্য এম এ রাহাত, এছাড়াও পরিচালক পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এ এ রকিবুল হাসান, মোঃ তবারক হোসেন, মোঃ নূর মোহাম্মদ, মোঃ মাসুদ রানা, মোছাম্মৎ মিশু হক এবং মোঃ আবু ছায়েদ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন।
নির্বাচনে কবির-আনোয়ার-শওকত পরিষদে সভাপতি পদে মোঃ কবির হোসেন, সহ সভাপতি মাহবুব আলী (শামীম), সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, যুগ্ম সম্পাদক মোঃ তাজুল ইসলাম, কোষাধাক্ষ মোঃ আনোয়ার কবির, এছাড়াও পরিচালক পদে হাবিবুর রহমান খোকন, এনামুল হুদা, মোঃ সাইদুজ্জামান (সজীব), কাজী মইনুল হোসেন বিপ্লব, মোঃ হারুনুর রশিদ হাওলাদার, মোহাম্মদ আলমগীর শেখ এবং মোঃ আনোয়ার হোসেন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন এই নির্বাচন কমিশনার। আমরা প্রার্থীরা একে অপরের আপনজন। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই ইস্টার্ন প্লাজার উন্নয়নে কাজ করব।
একাধিক ভোটার বলেন, আজকে আমাদের মিলন মেলা, সবার সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই ইস্টার্ন প্লাজার উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
এই নির্বাচনের নির্বাচন কমিশনের সভাপতি মোঃ শাহাজাহান বলেন, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।