পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় এভারেস্ট প্রিক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়। পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আইযূবুল ইসলাম আঙ্গুরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোঃ মোজিরুল হক।
অন্যান্যের মধ্যে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোখলেসুর রহমান, কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মহিম উদ্দিন, পরিচালক গোলাম কিবরিয়া মুকুল,সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় কলেজের পরিচালক বৃন্দ , শিক্ষক শিক্ষিকা, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী ও শিক্ষার্থীরা।