ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জকিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কারাগারে সুজিত চন্দ্র দে (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ২টা ২০ মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত হাজতি সুজিত চন্দ্র দে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ঠাকুরহাটি গ্রামের মৃত বদির চন্দ্র দের ছেলে।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতরাত ১টা ৪০ মিনিটে সুজিত চন্দ্র দের বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়। আমরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।’ জেল সুপার আরও বলেন, ‘সুজিত চন্দ্র দে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে হাজতি হিসেবে কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। তিনি মিঠামইন থানার বিস্ফোরক উপাদান আইনসহ সংঘর্ষের মামলায় গ্রেপ্তারকৃত আসামি ছিলেন। তার হাজতী নং- ১২২৯/২৫। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular