ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষকিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে নিহত : ১ আহত:১

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে নিহত : ১ আহত:১

বিজয় কর রতন মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-কিশোরগঞ্জের অষ্টগ্রাম ৫ নং কলমা ইউনিয়নের হালাল পুর গ্রামের কৃষক ইন্দ্রজিত দাস (৩৫) বাড়ির পশ্চিম হাওরে বিল মাসকা নদীর চড়ে ধান কাটতে গিয়ে ব্রজপাতে ঘটনাস্থলে মারা যান।

ঘটনাটি আজ সোমবার সকাল ৯ টা সময় ঘটে।ইন্দ্রজিত হালাল পুর গ্রামের মৃত যতিন্দ্র দাসের পুএ।এছাড়াও একই গ্রামের অপর শ্রমিক সহদর দাস (৫০)নামে ব্রজপাতে আহত হয়ে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। জানা যায়, ঘটনার দিন সকালে নিহত ইন্দ্রজিত ও সহদর দাস বিলমাসকা নদীর তীরে চড়ের জমি কাটতে যায়।

এসময় হঠাৎ বৃষ্টি বাতাস শুরু হলে তারা বাড়ির দিকে রওয়ানা দেয়।বাড়ির কাছাকাছি আসা মাএই বজ্রপাতে দুজনই জমির পাশে মাটিতে লুটিয়ে পড়ে। ইন্দ্রজিত ঘটনা স্থলে মারা গেলেও বাড়ির লোকজন এসে আহত সহদর কে হাসপাতালে নিয়ে যায়।কলমা ইউনিয়নের চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস ইন্দ্রজিতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অষ্টগ্রাম থানার ওসি রুহল আমিন ইন্দ্রজিতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular