ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধকিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ছাত্র ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ছাত্র ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ

মৌলীবাজার প্রতিনিধি:   ১৭ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে সিলেট আটকে রেখে টানা তিন দিন সংঘবদ্ধ ধর্ষণ এবং পরবর্তীতে একটি চক্রের কাছে বিক্রির প্রতিবাদে এবং ধর্ষনকারীদের বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মৌলভীবাজার শহরের চৌমুহনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী সভাপতিত্বে এবং রাজিব সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য অ্যাডভোকেট আবুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার সংগঠক বিজয় দাস, সুমনা রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ৩১ ডিসেম্বর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একজন কিশোরী (১৭) কে অপহরণ করে সিলেটে নিয়ে আটকে রেখে টানা তিন দিন সংঘবদ্ধ গণধর্ষণ-নির্যাতন করে। পরবর্তীতে একটি চক্রের কাছে ধর্ষণকারীরা বিক্রি করে দেয় এবং মেয়েটি কৌশলে সেখান থেকে পালিয়ে পরিবারে খবর দিলে পরিবার তাকে উদ্ধার করে। মেয়ের অপহরণের সংবাদ শুনে কিশোরী মেয়ের পিতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

থানায় মামলা হলে সিলেট থেকে দুই জন আসামিকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে। যেই সংবাদটা বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সচেতনতা জনগণ সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছে। সমাবেশ থেকে কমলগঞ্জের কিশোরীকে অপহরণ ও ধর্ষনকারীদের বিচার নিশ্চিতের জোর দাবি জানানো হচ্ছে। একইসাথে সারাদেশে সংগঠিত সকল নারী ধর্ষণ-হত্যা-নির্যাতনের বিচার নিশ্চিতের দাবী করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular