ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতখুবিতে চুরির সময় হাতেনাতে আটক

খুবিতে চুরির সময় হাতেনাতে আটক

খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) থেকে রড চুরি করার সময় হাতে নাতে মানিক সরদার (২৫) নামে এক চোরকে আটক করা হয়েছে। আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তি বাগেরহাটের কচুয়া উপজেলার নূরু সরদারের ছেলে।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা তত্ত্বাবধায়ক আবদুর রহমান বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অনেক অবকাঠামোর নির্মাণকাজ চলমান রয়েছে। সেখান থেকে প্রায়ই নির্মাণসামগ্রী চুরি হচ্ছে। এটা জানার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের পেছন দিকে বেশকিছু বড় বড় রডসহ নিরাপত্তা প্রহরীর কাছে চোর ধরা পড়ে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular