গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ উপমহাদেশের প্রখ্যাত ইসলামী মনীষী,রাজনীতিবিদ মাওলানা শামসুল হুদা পাঁচবাগী (রহ:) ও মাসিক মদীনা সম্পাদক, ইসলামি চিন্তাবিদ মাওলানা মুহিউদ্দিন খান (রহ:)এর কবর জিয়ারত করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম।
শুক্রবার (১৬ মে) বাদ জুমা গফরগাঁও উপজেলার পাঁচবাগ গ্রামে দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিদের সঙ্গে নিয়ে এই কবর জিয়ারতে অংশ নেন।
এসময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম,সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট আল-ফাতাহ খান,জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন,গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক,যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বেপারী,পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম চমকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা নেতৃবৃন্দ উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ,কওমি আন্দোলনের পথিকৃৎ মাওলানা শামসুল হুদা পাঁচবাগী (রহ:)এর প্রতিষ্ঠিত মসজিদে জুমার’ নামাজ আদায় করে কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। পরে পাঁচবাগ ইউনিয়নের আনসারনগর গ্রামে শায়িত ইসলামী চিন্তাবিদ,মাসিক মদিনার সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খান (রহ:)এর কবর জিয়ারত করেন।বিকেলে ফ্যাসিস্ট সরকারের দোসরদের হাতে নিহত পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইবনে আজাদ কমলের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটিয়ে কবর জিয়ারত করেন।
বিএনপি নেতারা বলেন,আমাদের দুই আলেম শিরোমণি ধর্মীয় অঙ্গণ ও রাজনৈতিক ইতিহাসের অন্যতম ব্যক্তিত্ব। তাঁদের অনুসৃত পথ জাতির চিন্তা-চেতনায় আলোর দিশারি হিসেবে কাজ করেছে। মহত্তর জীবনাদর্শ আমাদের রাজনীতিতে নৈতিকতা, আধ্যাত্মিকতা ও জনকল্যাণের শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে।
কবর জিয়ারতের সময় দেশ ও জাতির কল্যাণ, ইসলামি মূল্যবোধ রক্ষা এবং গুম,খুন,দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মানের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।