ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিগাজায় গণহত্যা বন্ধ করুন : গণফোরাম

গাজায় গণহত্যা বন্ধ করুন : গণফোরাম

নিউজ ডেস্ক : জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার যুদ্ধবিরতি লংঘন করে গাজায় গণহত্যার প্রতিবাদে গণফোরামের সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

জনাব সুব্রত চৌধুরী বলেন, ইসরাঈল ও প্যালেস্টাইন এর মধ্যে চলমান যুদ্ধে ৫০ হাজারেরও অধিক নারী, শিশু ও সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেতানিয়াহুর বিরূদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মার্কিন প্রস্তাবে আবারো যুদ্ধ বিরোধী কার্যকর হয় কিন্তু গণহত্যা অব্যাহত আছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে যুদ্ধ বন্ধের জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা দেখতে চাই।

তিনি আরো বলেন, বিশ্ব নেতারা গোপনে নেতানিয়াহুর সাথে বৈঠক করে আর্থিক সুবিধা নিয়ে জাতিসংঘ সিদ্ধান্ত বাস্তবায়ন করছে না। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না।

দলের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বলেন আমরা জাতিসংঘ ঘোষিত দ্বি রাষ্ট্র সমাধান চাই। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র দেখতে চাই। সকল ধরনের যুদ্ধ বন্ধ চাই। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীতে মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরো বলেন, রোজার মধ্যে নিরীহ সাধারণ মানুষের উপর হামলা বন্ধ করুন। বাংলাদেশে হাজার হাজার মানুষ সহ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ এর প্রতিবাদে সোচ্চার হয়েছে।

আরো বক্তব্য রাখেন, এডভোকেট জগলুল হায়দার আফ্রিক, এডভোকেট সুরাইয়া খাতুন, শাহ নুরুজ্জামান, রওশন ইয়াজদানী, লতিফুল বারী হামিম, রফিকুল ইসলাম পথিক, মাসুদুর রহমান মাসুদ, মোহাম্মদ উল্লাহ মধু, হাবিবুর রহমান বুলু, শহিদুল ইসলাম, নাজমুল ইসলাম সাগর, আশরাফ হোসেন, নুরুল ইসলাম, এ্যাডভোকেট মজিবুল হক, সানজিদ রহমান শুভ প্রমূখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular