ময়মনসিংহ প্রতিবেদক : পবিত্র রমজান মাসে বিশ্বাসঘাতক, অভিশপ্ত ইসরাঈল কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা ও ভারতে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক মুসলিম নির্যাতনের বিরুদ্ধে সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা ময়মনসিংহ বড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর উদ্যোগে আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ
সমাবেশে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী।
সমাবেশে বক্তারা বলেন, গাজায় ১৭ হাজার টন বোমা নিক্ষেপ করে ২২ হাজার শিশু ও নারীসহ প্রায় ৫০ হাজার নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে অভিশপ্ত ওই ঈহুদী জাতি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহযোগিতা তীব্র নিন্দা জানান উলামা নেতৃবৃন্দ।
বক্তারা কোকা- কোলা, পেপসি মেরিনডাসহ ইসরাঈলী পণ্য বর্জনে বাংলাদেশে আমদানি-বিক্রয় নিষিদ্ধের দাবি জানান এবং ইসরাঈলী পণ্য প্রতিরোধে প্রয়োজনে জিহাদ ঘোষণা করা হবে উল্লেখ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন মুফতি মহিবুল্লাহ, মুন্জুরুল হক, মুফতি শাহ মোশাররফ হোসেন, সিদ্দিকুর রহমান, আবু তাহের খান, ওয়ালি উল্লাহ, আজিজুল হক, মুনাজের আহমেদ তাফসির প্রমুখ।