ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকগাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল ধ্বংস করল ইসরাইল

গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল ধ্বংস করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটি ধ্বংস করে দিয়েছে ইসরাইল। শুক্রবারের (২১ মার্চ) তার্কিশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হসপিটাল ফর ক্যান্সার পেশেন্টস-এ হামলা চালানো হয়।

হাসপাতালটি ২০১৭ সালে তুরস্কের ৩৪ মিলিয়ন ডলার অনুদানে পুনর্নির্মাণ করা হয়েছিল। প্রতিবছর এই হাসুপাতালে ১০ হাজার ক্যান্সার রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।

২০২৩ সালের অক্টোবর মাসে হাসপাতালটি ইসরাইলি বিমান হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এবার এটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া হলো। যা ক্যান্সার আক্রান্ত ফিলিস্তিনিদের চিকিৎসা আরও কঠিন করবে।

আলজাজিরার প্রতিবেদন মতে, এই হামলার ফলে হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এতে ক্যান্সার রোগীদের জন্য বড় সংকট তৈরি করতে পারে। তবে এখন পর্যন্ত এ হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

হাসপাতালটি সালা আল-দিন রোডের কাছে নেটজারিম করিডোরে অবস্থিত। ইসরায়েলি বাহিনী এর আগে তাদের সামরিক আক্রমণের সময় হাসপাতালটি কেন্দ্রীয় ও উত্তর গাজায় একটি কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করেছিল।

গত মঙ্গলবার (১৮ মার্চ) গাজার যুদ্ধবিরতি ভেঙে হামলা শুরুর পর থেকে গাজায় ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি হত্যা করেছে ইসরাইল। মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কারণ ইসরাইলি বিমান ও স্থল হামলা তীব্র হচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ গাজার রাফাহ শহরে স্থল হামলা শুরু করেছে। একই সময়ে সৈন্যরা গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া শহর ও কেন্দ্রীয় এলাকাগুলোর দিকে অগ্রসর হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular