নিউজ ডেস্ক : গত ২১ শে ফেব্রুয়ারী ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে ভারতের মর্যাদাপূর্ণ আ.ই.সি.সি.আর স্কলারশিপ অর্জন করা শিক্ষার্থীদের অংশগ্রহণে। ২৫ টিরও অধিক দেশ এই আয়োজনে অংশ নেয়।বাংলাদেশের প্রতিটি সাংস্কৃতিক পরিবেশনা ছিল অনবদ্য।প্রথমেই মঞ্চে বাংলার লোকসংগীত মিলন হবে কত দিনে গানে মঞ্চে সুরের মুগ্ধতা ছড়ায় অনন্যা নট্ট,গীটারে সংগত করেন প্রীতম দাশ,সেই সাথে কাহনে সুরের মুগ্ধতা ছড়ায় অভ্র বড়ুয়া।
এর পরেই গুজরাট বিশ্ববিদ্যালয়ের ভরতনাট্যম নৃত্য বিভাগের শিক্ষার্থী অনুরূপা ত্রিপুরার পরিচালনায় ও পরিবেশনায় বেশ কিছু নজরকাড়া লোকনৃত্য ও পাহাড়ি নৃত্য পরিবেশিত হয়।মনিপুরী নৃত্য পরিবেশনা করেন রশ্নি সিনহা।লোকনৃত্য পরিবেশনা করেন ফেন্সী ত্রিপুরা,রোদ্রা দত্ত,ত্রিয়াশা পাল।
নজড়কারা ফ্যাশন শো দিয়ে মঞ্চে বাঙালীদের পোশাক ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়।চাকমা,মারমা,ত্রিপুরা জাতিগোষ্ঠী অনন্য সুন্দরভাবে তাদের বৈচিত্র্যময় নান্দনিক পোশাক তুলে ধরে,সেই সাতে শাড়ি,পাঞ্জাবি,ধুতির বৈচিত্র্যতাও ছিল নজরকাড়া।ফ্যাশন শো তে অংশ নেয়-তাহমিনা শাম্মি,ফারিয়া তাবাসসুম, চিংসু মারমা, মুক্তা চাকমা, শুভ্র, অনুরূপা ত্রিপুরা, অনন্যা নট্ট, আহনাফ,অভ্র, রশ্নি সিনহা ও ফেন্সী ত্রিপুরা।
বাংলাদেশের ওপর মনোমুগ্ধকর ভিডিও প্রেজেন্টেশন তুলে ধরেন তাহমিনা শাম্মি,যেখানে বৈচিত্র্যময় বাংলাদেশের ঐতিহাসিক স্থান,সংস্কৃতি ও পর্যটনের চিত্র তুলে ধরা হয়।এছাড়াও ছিল পিটার ও সাজ্জাদ সাওন এর গান ও কবিতার মেলবন্ধনে অনবদ্য পরিবেশনা,বলে জানান ভারতের দিল্লী বোর্ডের অধীনে দার্জিলিং এ অবস্থিত এফএলএস এর সাবেক প্রিফেক্টোরিয়াল বডি প্রধান অভ্র বড়ুয়া।
বাংলাদেশি শিক্ষার্থীরা প্রবাসে থেকেও নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির আলো ছড়িয়ে দিচ্ছেন তা তাদের নিবেদনের মধ্যে ফুটে ওঠে।তাদের নিরলস প্রচেষ্টা প্রমাণ করে যে শেকড়ের টান কখনোই ম্লান হয় না। এভাবেই তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় গড়ে তুলছেন, যা বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে।