ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধগৌরীপুর ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

গৌরীপুর ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখা গ্রামে একতা ইটভাটা অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের ওপর মালিকপক্ষের শ্রমিকদের হামলায় ৩জন আহত হয়েছেন।

সোমবার পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত ঐ গ্রামে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করতে এসে এ হামলার শিকার হন। হামলায় ভ্রাম্যমাণ আদালতের ৩জন আহত হন। এছাড়া এক্সেভেটর ও বহনকারী লোবার ট্রাক ভাংচুর করা হয়। অভিযানে আদালত ৩লাখ টাকা অর্থদন্ড করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি জানান, ভ্রাম্যমাণ আদালতের টিমের সামনে এক্সেভেটর বহনকারী লোবার ট্রাকটি ইটভাটার সামনে আসলে শ্রমিকরা অর্তকিতভাবে হামলা চালায়। এতে ৩জন আহত হন। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর নিয়মিত মামলা দায়ের করবে। এছাড়াও অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ের ৩লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন ও পরিদর্শক মাহবুবুল ইসলাম।

ট্রাক চালক মো. হযরত আলী জানান, আমরা ম্যাজিস্ট্রেটের গাড়ির সামনে ছিলাম। ইটখলার ভিতরে যায় নাই। গৌরীপুর-কলতাপাড়া সড়কের নিচের দিক থেকে গাড়ি ঘুরাচ্ছিলাম। সেখানেই ৩০/৪০জন গিয়ে হামলা করে।

রাফিউল ইসলাম জানান, হামলাকারীরা গাড়ির সব কাচ ভেঙে ফেলেছে। সামনের অংশও ভেঙ্গেছে। লাঠি-সোটা নিয়ে আমাকে মারধর করায় পা নিয়ে দাঁড়াতে পারছি না।

একতা ইটভাটার মালিক হাজী আব্দুল মোনায়েম জানান, আমাদেরকে এর আগেও ১৩লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গাড়ির ভাংচুরের সাথে আমাদের ইটভাটার কেউ জড়িত নয়। তারপরও গাড়ির ভাংচুরে ক্ষতিপূরণ ও যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা নেয় হবে।

হামলায় আহতরা হলেন ট্রাকের চালক ত্রিশাল উপজেলার আলী হোসেনের পুত্র মো. হযরত আলী (২০), হেলপাড় জামাল উদ্দিনের পুত্র মাহফুজ (১৮) ও লোবার স্টাফ ফুলপুর উপজেলার ইমাম হোসেনের পুত্র রাফিউল ইসলাম (২০)।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular