গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে আশিকুর রহমান রাজিবকে সভাপতি ও রমজানুর আহমেদ নাজিমকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধান উপদেষ্টা মো. রইছ উদ্দিন, গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন।
কমিটির সদস্য অন্যরা হলেন সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন, জাহিদ হাসান লিখন, সায়েফ আহমেদ, শামীম মিয়া, মৌসুমী আক্তার রিনি, যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম শান্ত, মাসুমা আক্তার ফারজানা, সাংগঠনিক সম্পাদক মো. শিমুল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক তানিম আহমেদ সালমান, প্রচার সম্পাদক সুপ্রিয় নন্দ পাল, সহ প্রচার সম্পাদক সাদিয়া আফরিন সুমাইয়া, দপ্তর সম্পাদক কাউছার আহমেদ নিলয়, সহ দপ্তর সম্পাদক ইফাত আরা শেখ, অর্থ সম্পাদক রাজিবুল হাসান, সহ অর্থ সম্পাদক প্রত্যয় সরকার, নারী উন্নয়ন সম্পাদক নাজমুন্নাহার নূপুর, সহ নারী উন্নয়ন সম্পাদক যারিন তাসনিম, ধর্ম সম্পাদক সাফায়েত উল্লাহ, সহ ধর্ম সম্পাদক সারোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম মুকিব, সহক্রীড়া সম্পাদক জাহিদ হাসান ইমন, সাংস্কৃতিক সম্পাদক অন্তরা রানী দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত নূর, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সামিউল এহতেসাম সোয়াদ, সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ছোটন মিয়া, সমাজসেবা সম্পাদক রাকিবুল ইসলাম শান্ত, সহ সমাজসেবা সম্পাদক মোফাজ্জল হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক রাকিবুল হাসান, সহ ব্যবস্থাপনা সম্পাদক বাপ্পি আহমেদ, শিক্ষা সম্পাদক হারুন মিয়া, কার্য্যকরী সদস্য ইমন আহমেদ, তপু রায়হান, সুস্মিতা তাহসিন শৈলি, লাবন্য জাহান মুক্তা, তাসফিয়া আক্তার তমা, রওজাতুল জান্নাত, আব্দুল আহাদ আকন্দ, মিলি আকন্দ, ইসরাত জাহান এ্যানি, রিয়ে আহমেদ, মো. বিজয় মিয়া, আফ্রিদি হাসান নিরব, আফরিন আক্তার আশা।