ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগৌরীপুরে এক ইউনিয়নের বর্তমান ও সাবেক দুই চেয়ারম্যান ও এক মেম্বার গ্রেফতার

গৌরীপুরে এক ইউনিয়নের বর্তমান ও সাবেক দুই চেয়ারম্যান ও এক মেম্বার গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বর্তমান ও সাবেক দুইজন ইউপি চেয়ারম্যান ও একজন মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ডৌহাখলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এমএ কাইয়ুম ও সাবেক চেয়ারম্যান ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সরকার এবং বোকাইনগর ইউনিয়ন পরিষদের সদস্য ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন।

জানা গেছে, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত আসামি ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম। বুধবার ময়মনসিংহের জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৭ নভেম্বর উপজেলার ডৌহাখলা উচ্চ বিদ্যালয় মাঠে গাড়ি রাখাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরীর ওপর হামলায় সে গুরুতর আহত হয়। গত ৫ ডিসেম্বর ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই মাজহারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে চেয়ারম্যান এমএ কাইয়ুমকে আসামী করে গৌরীপুর থানায় ৮ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন।

অপরদিকে একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল হক সরকারকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুল ইসলাম খান।

তিনি জানান, বুধবার রাতে তাকে ময়মনসিংহের টাউন হল এলাকা থেকে আটক করা হয়েছে। সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়াও বুধবার রাতে গৌরীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বোকাইনগর ইউনিয়ন পরিষদের সদস্য ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন মেম্বারকে (৫৫) গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি মির্জা মাযহারুল আনোয়ার বলেন, শ্যামগঞ্জের মামলায় তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular