নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলারখেজুরতলা বাজারে ৪ ছিনতাইকারীকে আটক করে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ।
কুমিল্লা টু নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপর গত রোববার (৯ মার্চ) রাতে ছিনতাইকারী করার সময় আটক হয় চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের হাতে।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের এস আই নূর মোহাম্মদ।
আটককৃতরা হলেন- নোয়াখালী জেলার বেগমগঞ্জের গনিপুর এলাকার আব্দুল হকের ছেলে মো: শহিদুল ইসলাম (২৩), ওই উপজেলার নরত্ননপুর এলাকার আবু তাহেরের ছেলে মোজাম্মেল হোসেন (২২), ওই জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা বাড়াহিনগর এলাকার আলী আহমেদের ছেলে আবু তাহের, ওই এলাকার আমিন মিয়ার ছেলে মো. ইউসুফ।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই নূর মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা টু নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপর একটি নাম্বারবিহীন সিএনজি ছিনতাই কালে একটি বিদেশী চাকু( সুইজ গিয়ার) সহ একটি টেস্টার এবং একটি কালো রংয়ের টর্চ লাইট সহ চারজন ছিনতাইকারীকে আটক করা হয় এবং এক জনের নিকট ০৩ (তিনটি) গ্রামীন সিম দুটি বাংলালিংক সিম তিনটি মেমোরি কার্ড পাওয়া যায়।
তিনি আরও জানান, বর্তমানে চার্জ অফিসার হিসেবে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা লক্ষ্মীপুরে নিয়োজিত আছি। সঙ্গীও ফোর্স কং/১৪৪১ হুমায়ুন কবির,কং/১৫৩৭ প্রনব চন্দ্র দাস কং/১০৮৯ সীমান্ত বড়ুয়া কং/১০৮০ সৈকত বড়ুয়া রাত্রিকালীন মোবাইল স্পেশাল ডিউটি করাকালীন রাত অনুমান ২টা নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন মিরওয়ারিশপুর খেজুরতলা বাজার সেনেটারী হাউজ প্রোপাইটর মোহাম্মদ ওসমান আলী দোকানের সামনে এমন ঘটনা ঘটে।