ঢাকা  বৃহস্পতিবার, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষজলঢাকায় পাথরের ট্রাক গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার

জলঢাকায় পাথরের ট্রাক গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় পুলিশের অভিযানে একটি পাথরবোঝাই ট্রাক থেকে ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে জলঢাকা পৌরসভার ট্রাফিক মোড় এলাকায় ডালিয়া-জলঢাকা সড়কে তল্লাশির সময় এই মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ চৌদ্দ হাজার টাকা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান-এর দিকনির্দেশনায় এবং নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদের তত্ত্বাবধানে জলঢাকা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে অংশ নেন এসআই (নিরস্ত্র) মো. আনিছুজ্জামান ও এএসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে থানার একটি চৌকস পুলিশ দল। অভিযানকালে ঢাকা মেট্রো-ট ১৭-০৬১৮ নম্বরের একটি পাথরবোঝাই ট্রাক তল্লাশি করে ওই পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

ট্রাকচালক মো. মতিয়ার রহমান (২৪) লালমনিরহাটের হাতিবান্ধাথানার গুড্ডিমারী ( আদর্শ) এলাকার মোন্নাফ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে গাঁজা সংগ্রহ করে বগুড়া জেলায় সরবরাহ করতেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তার মতিয়ার রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (খ)/৪১ ধারায় জলঢাকা থানায় একটি মামলা (নম্বর- ০৬, তারিখ- ০৫/০৬/২০২৫) দায়ের করা হয়েছে। অজ্ঞাতনামা সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular